ভারতে ৩ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা, মহারাষ্ট্রেই লক্ষাধিক

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার হয়েছে। পাশাপাশি দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ৮৮৪ জন মারা গেছে। মৃত্যুর সংখ্যাও মহারাষ্ট্রেই বেশী, ওই রাজ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭১৭ জনের।

আজ শনিবার (১৩ জুন) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দ বাজার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৫৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের এটি সর্বোচ্চ সংখ্যা। যার মধ্য দিয়ে দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩ জন।

দেশটিতে মোট শনাক্ত আক্রান্তের এক তৃতীয়াংশই মিলেছে মহারাষ্ট্রে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে আজ শনিবার (১৩ জুন) সকাল পর্যন্ত ১ লক্ষ ১ হাজার ১৪১ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দ্বিতীয় তামিলনাড়ু, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন। তৃতীয় দিল্লিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬৮৭ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে।

তবে ভারতে সংক্রমণ বাড়লেও আশা দেখাচ্ছে সুস্থতার হার। দেশটিতে করোনা রোগীদের মধ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ, সেখানকার প্রায় অর্ধেক রোগীই ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.