বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন সেনা আহত হয়েছেন। শুক্রবার জেলার ভাদরওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সেনা সূত্র জানায়, বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটিতে মোট ১৭ জন সেনাসদস্য ছিলেন। তারা একটি উঁচু পোস্টের দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। আহত সেনাদের দ্রুত বিমানে করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই দুর্ঘটনায় ১০ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ডোডায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমাদের সেনাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ ত্যাগ আমরা সর্বদা স্মরণ করব। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।
তিনি আরও বলেন, এই শোকের মুহূর্তে সমগ্র জাতি নিহত সেনাদের পরিবারের পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। #

















