BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত-১০

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত-১০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন সেনা আহত হয়েছেন। শুক্রবার জেলার ভাদরওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সেনা সূত্র জানায়, বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটিতে মোট ১৭ জন সেনাসদস্য ছিলেন। তারা একটি উঁচু পোস্টের দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। আহত সেনাদের দ্রুত বিমানে করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই দুর্ঘটনায় ১০ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ডোডায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমাদের সেনাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ ত্যাগ আমরা সর্বদা স্মরণ করব। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।

তিনি আরও বলেন, এই শোকের মুহূর্তে সমগ্র জাতি নিহত সেনাদের পরিবারের পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের ডেলসির ভিডিও ফাঁস: ‘১৫ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো মৃত্যু’ ‘ওয়াশিংটন থেকে যথেষ্ট আদেশ এসেছে’, ক্ষোভ ঝাড়লেন রদ্রিগেজ যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের প্রজাতন্ত্র দিবসের বার্তায় ভারত- চীনকে ‘বন্ধু, অংশীদার’ বললেন চীনা প্রেসিডেন্ট সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি