বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থানে শুক্রবার (২৫ জুলাই) একটি স্কুল ভবনের ছাদ ধসে সাত শিশু শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা অমিত কুমার বলেন, স্কুল ভবনটি পুরনো ছিল এবং অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে এটি ধসে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সকলকে উদ্ধার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, ‘ভেতরে পাথর পড়তে শুরু করে… হঠাৎ পুরো ছাদ ভেঙে পড়ে এবং আমরা বেরিয়ে আসি। শ্রেণীকক্ষে ৩০ জন ছিল।’
এএনআই-এর ফুটেজে দেখা গেছে, ধস ধসের স্থানের চারপাশে স্থানীয়রা জড়ো হয়েছেন। কর্তৃপক্ষ যখন ক্রেন ব্যবহার করে ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছে, তখন পরিবারের সদস্যদের কান্না শোনা যাচ্ছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স-পোস্টে বলেছেন, আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.