ভারতে শুরু হলো নতুন করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ

কলকাতা (ভারত) প্রতিনিধি: করোনার নিস্কৃতি যেন কিছুতেই হতে চাইছে না। পশ্চিমবঙ্গের সাথে সারাদেশ জুড়ে শুরু হয়েছে দীর্ঘস্থায়ী কাশি সর্দি জ্বর গলা ব্যথা ও শ্বাসকস্ট। সেই সাথে শিশুদের চলছে এডিনো ভাইরাসের দাপট ও মৃত্যু।যা কিনা নতুন করে ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের।
কেউ কেউ মনে করছেন এই ভাইরাস করোনার-ই নতুন সংস্করণ। যাইহোক আক্রান্ত ও মৃত্যুর খবরে আপাতত জেরবার প্রশাসন। নতুন এই প্রজাতির ভাইরাসে ইতিমধ্যেই হরিয়াণা ও পাঞ্জাবে দু-জন মৃত্যুর খবর এসেছে। এছাড়াও পশ্চিমবঙ্গে এডিনো ভাইরাসের আক্রমণে ইতিমধ্যেই ৫০-র বেশি শিশু মৃত্যুর খবর এসেছে।
প্রশাসন তথা বিশেষজ্ঞদের মত করোনার সময় যেমন শারীরিক বিধিনিষেধ মানা হয়েছিল এখনও তা না মানলে পরিস্থিতির অবনতি হতে পারে।
এতদিন মনে করা হতো এডিনো ভাইরাসে শুধুমাত্র শিশুরাই আক্রান্ত হয়। এখন দেখা যাচ্ছে বড়দেরও এই রোগে আক্রান্ত হতে হচ্ছে। বাজার চলতি স-ইচছায় এন্টিবায়োটিক থেকে শুরু করে অন্যান্য ওষুধ কিনে খাওয়ারই মারাত্মক ফল ভোগ করতে হচ্ছে অধিকাংশ মানুষের।
এখনই তৎপর না হলে আগামী দিনে মহামারীর আকার ধারণ করতে পারে। ভবিষ্যতে আর কোন এন্টিবায়োটিক কাজ নাও করতে পারে ।শুধু তাই নয় মানব জীবনে এর দীর্ঘ মেয়াদি কু-ফল ও ফেলতে পারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.