ভারতে যুদ্ধবিমান বিধ্বস্তে ২ পাইলট নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্করাজস্থানের বারমেরে প্রশিক্ষণের সময় দেশটির বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানান, আইএএফ-এর একটি মিগ-২১ প্রশিক্ষন বিমান বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল। রাত ৯টা ১০ মিনিট নাগাদ বিমানটি বারমেরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুই পাইলট মারা যান। ভারতীয় বিমানবাহিনী প্রাণহানির জন্য গভীরভাবে অনুতপ্ত এবং দৃঢ়ভাবে শোকাহত পরিবারের সঙ্গে আছে।
এতে আরও বলা হয়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমানবাহিনী প্রধান ভি আর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।
টুইটারে রাজনাথ সিং বলেন, রাজস্থানের বারমেরের কাছে আইএএফ-এর মিগ-২১ প্রশিক্ষন বিমানের দুর্ঘটনার কারণে দুই বিমানযোদ্ধার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। জাতির জন্য তাদের সেবা কখনো ভোলার নয়।
এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তিনি। (সূত্র: এনডিটিভি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.