ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৩০৮ , ১৪০টি জেলাকে হটস্পটের আওতায় 

কলকাতা প্রতিনিধি:  দেশে করোনার আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷  সোমবার অর্থাৎ আজ সকাল পর্যন্ত স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮ ৷ অর্থাৎ গত ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে ৷
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশের স্বাস্থ্য মন্ত্রক ৷ এখনকার খবর অনুযায়ী সুস্থ হয়ে হয়েছেন ৮৫৭ জন এবং আক্রান্তের সংখ্যা ৯১৫২, ৷
দেশে অর্ধেক অংশ করোনার কবলে ৷ মোট ৭১৮টি জেলার মধ্যে ৩৬৪টিতেই করোনা আক্রান্তদের হদিস মিলেছে৷ করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে দেশের ১৪০টি জেলাকে ৷
মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ছুঁয়েছে মহারাষ্ট্রে ৷ সেখানে মৃত্যুর সংখ্যা ১৪৯ ৷ আক্রান্তের সংখ্যা ১ হাজারের বেশী দিল্লী এবং তামিলনাড়ুতে ৷ দিল্লীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ ৷
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের ৷  দেশ জুড়ে করোনার আশঙ্কাজনক বৃদ্ধি উদ্বেগের সৃষ্টি করেছে ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.