ভারতে মার্কিন মহিলার শরীর থেকে অপারেশন করে বটমাছির উদ্ধার হল

কলকাতা (ভারত) প্রতিনিধি: বিরল রোগের শিকার হয়ে এক মার্কিন মহিলার শরীরে অস্ত্রোপচার করে তিন তিনটি মাছির দেখা মিলল। চোখের পাতায় বাহু ও ঘাড় থেকে দিল্লির একটি হাসপাতাল মাছিগুলো উদ্ধার করে।
প্রথম দিকে যখন তিনি এই রোগে আক্রান্ত হন তখন তিনি আমেরিকার হাসপাতালে যোগাযোগ করলে তাঁরা ঠিকমত রোগ নির্ণয় না করতে পেরে ওই মহিলাকে কিছু ওষুধ দিয়েই ক্ষান্ত হয়ে যান।
পরে সমস্যার সমাধান না হওয়ায় মার্কিন মহিলা দিল্লির বসন্ত কুঞ্জের এক হাসপাতালে গেলে চিকিৎসক ডাঃ মহম্মদ নাদেম রোগ টিকে ধরতে পেরে শল্য চিকিৎসকের কাছে পাঠিয়ে দেন। ডাঃ নারোলা ইয়েঙ্গাকার মহিলার অপারেশন করে তিন তিনটি বট মাছি উদ্ধার করেন। চিকিৎসার ভাষায় রোগটিকে ‘অপথ্যালমোমেয়োসিস’বলা হয়।
চিকিৎসকেরা ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন কিছুদিন আগে অ্যামাজনের জঙ্গলে তিনি বেড়াতে গিয়েছিলেন। কোনও ভাবে তিনি সেখান থেকেই এই রোগে আক্রান্ত হন বলে চিকিৎসকেরা নিশ্চিত হতে পেরেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.