ভারতে মাওবাদীদের হাতে ৮ যৌথবাহিনীর সদস্য নিহত, নিখোঁজ-১৮

(ভারতে মাওবাদীদের হাতে ৮ যৌথবাহিনীর সদস্য নিহত, নিখোঁজ-১৮–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে এখন পর্যন্ত ৮জন যৌথবাহিনীর সদস্য নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন। গতকাল শনিবার (০৩ এপ্রিল) এ সংঘর্ষ ঘটে। রবিবার (৪ এপ্রিল) সকালে এসব তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড় পুলিশের নকশাল অপারেশন্সের ডিরেক্টর জেনারেল অশোক জুনেজা এসব জানিয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। পাল্টা গুলিতে কয়েকজন মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কতজন মাওবাদী মারা গেছে তা এখনও স্পষ্ট নয়।
আরও বলা হয়, সিআরপিএফের কোবরা বাহিনী এবং রিজার্ভ পুলিশ গার্ড ও স্পেশাল টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানে দুই হাজার সদস্য অংশ নেন। বিজাপুর ও সুকমা জেলার দক্ষিণ বস্তার জঙ্গলে এ অভিযান চালানো হয়। গতকাল বেলা বারোটার দিকে অভিযানের সদস্যরা মাওবাদীদের ফাঁদে পড়েন। সেখানে প্রায় তিনঘণ্টা ধরে সংঘর্ষ হয়।
পরে হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবাহিনীর দুটি এমআই ১৭ হেলিকপ্টার ও ৯টি অ্যাম্বুলেন্স। আহতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি। দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে পাঁচজন রিজার্ভ গার্ডের কর্মী নিহত হন। (সূত্র: এনডিটিভি) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.