ভারতে ফিরতে বাংলাদেশে আটকে পড়াদের অশ্রুসিক্ত আকুতি

বিশেষ প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকার বাসিন্দা সমেনা বিবি, নিজের খালার মৃত্যুর খবর পেয়ে চলতি বছরের গত ৭ মার্চ এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে। কিন্তু আত্মীয়ের মৃত্যুতে নিজ দেশ ছেড়ে আসা যেন সমেনা বিবির কাল হলো।

মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে বন্ধ দুই দেশের সীমান্ত পারাপার। আর এতেই নিজ দেশে ফিরতে পারছেন না স্বামী, সন্তান, সংসার ছেড়ে আসা সমেনা বিবি। শুধু সমেনা বিবিই নয়, তার মতো আনুমানিক প্রায় ৩ হাজার ভারতীয় নাগরিক সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আটকে পড়েছে। প্রতিদিনই সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন অফিসের সামনে এসে নিজ দেশে ফেরার অপেক্ষার প্রহর গুণছে এসব দিশেহারা ভারতীয় নাগরিকরা।

আজ বৃহস্পতিবার সকালের দিকে দেখা গেছে প্রায় অর্ধশতাধিক অপেক্ষমান ভারতীয় নাগরিককে। অঝোরে চোখের জল ফেলছেন তারা। অশ্রুসিক্ত চোখে সমেনা বিবি বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ৩ ছেলে-মেয়েকে রেখে এসেছি। সংসার ভাঙ্গার উপক্রম, স্বামী বলছে, আরেকটা বিয়ে করবো। আমরা ভারতের নাগরিক, নিয়মিত ট্যাক্স দিই, ভোট দিই। তাহলে নিজ দেশে যেতে পারবো না কেন ? গাড়ি চলছে, পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে, তাহলে আমাদের নিতে সমস্যা কোথায় ?

নিজের স্বামী ও সন্তানের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে তিনি আরো বলেন, দেশে না ফেরালে এখানেই জীবন দিয়ে দিবো। এ ব্যাপারে ভারতীয় অরেক নাগরিক মালদার বৈষবনগর থানার গুলজারনগর গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ভোলাহাটে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আমিও আটকে পড়েছি। এখানে আমার মতো আরো অনেকেই আটকে রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.