ভারতে প্রবেশকালে ধামইরহাটে ৬ চোরাকারবারী আটক 

বিশেষ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয় চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ আজ শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) রাত্রি ২টার দিকে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকিলাম বিওপির অধীনে দূর্গাপুর সীমান্ত মাঠ থেকে তাদের’কে আটক করতে সক্ষম হন।
আটককৃতরা হলো যথাক্রমে, ১। মো. সাদিকুর ইসলাম (১২), ২। মো. শরিফুল ইসলাম (৩৬), ৩। মো. রফিকুল ইসলাম (৩৫), ৪। মো. আসলামউল ইসলাম (২৭), ৫। মো. জুয়েল রানা (৩০) ৬। মো. জাহাঙ্গীর আলম (২৭)। এদের উভয়ের বাড়ী উমার ইউনিয়নের অন্তর্গত দূর্গাপুর গ্রামে, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ।
এ ব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি,জি গণমাধ্যম কর্মীদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে চকিলাম বিওপির নায়েব সুবেদার মো.জসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তে ২৫৬/৩- এর নিকট থেকে ৬ জনকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা অবৈধ পথে ভারতে প্রবেশের কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মমিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, বিজিবি বাদী হয়ে থানায় আসামীদের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আইনের ১১(১) এর (ক) ধারায় মামলা দায়ের করেছে। আসামীদের পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.