ভারতে পালানোর সময় রাসিকের কাউন্সিলর রজব আলীসহ আটক-২

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দেশ ছেড়ে ভারতে পালানোর সময় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও তার সহযোগীকে আটক করেছে বিজিবি।
বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করে বিজিবি।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ বিটিসি নিউজকে তথ্য জানান।
আটককৃতরা হলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী (৫০) ও তার ভাইয়ের ছেলে নাজমুল হোসেন (৩৪)।
দেশজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ মন্ত্রী-এমপি ও প্রশাসনের অনেক শীর্ষ কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে পলায়ন রোধে বার্তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ভারত সীমান্তবর্তি এলাকায় বিজিবি তৎপরতা বাড়ানো হয়েছে। 
বিজিবি সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.