ভারতে পাচারের সময় ১৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারের সময় সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্ত থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ হাফিজুল ইসলাম (৪৮) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৫ মার্চ)  সকালের দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক হাফিজুল সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্তে অভিযান চালায়।
‘এ সময় লক্ষিদাড়ি উত্তরপাড়া সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে স্বর্ণ চোরাকারবারি হাফিজুলকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি প্যাকেটে ১৫ পিস স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের ওজন ১ কেজি ৭৪৯ গ্রাম।’
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ এ ঘটনার সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. মুকবুল হোসেন (মুকুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.