ভারতে পাচারের সময় সোনামসজিদ থেকে ৩টি স্বর্ণের বার সহ আটক ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সোনামসজিদ কাষ্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের হাতে ভারতে স্বর্ণের বার পাচারকালে সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে ৩টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার দুপুরে জুতার মধ্যে লুকিয়ে বারগুলো পাচারের সময় ওই পাচারকারীকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারী ফেনী জেলার রামপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ আলী (৫০)।

সোনামসজিদ কাষ্টমস গোয়েন্দা বিভাগের সুপার মো: শাহজাজাহান আলী জানান, নিজ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে সোনামসজিদ জিরো পয়েন্টে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের তল্লাশি চৌকিতে মো. আলীর ব্যাগে তল্লাশি চালানো হয়।

তল্লাশি শেষে স্বর্ণের বারের ব্যাপারে জানতে চাওয়ার একপর্যায়ে সে ৩টি স্বর্ণের বার তার কাছে থাকার বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়। পরে আলী তার পায়ের মোজার মধ্যে জুতার ভেতরে লুকানো বারগুলো বের করে দেয়।

প্রাথমিক জিঞ্জাসাবাদে সে ভারতের মালদা শহরে স্বর্ণগুলো পাচারের উদ্দ্যেশে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পার হচ্ছিল। তিনি আরও জানান, প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। আটক বারগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আটক পাচারকারীর বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.