ভারতে নারী কোচকে যৌন হয়রানির অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জুনিয়র নারী অ্যাথলেটিকস দলের কোচকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংয়ের বিরুদ্ধে। মন্ত্রীর বিরুদ্ধে অফিসে ডেকে শ্লীলতাহানি-যৌন নিগ্রহের অভিযোগ তোলেন ওই নারী।
ভারতের সাবেক অলিম্পিয়ান হকি খেলোয়াড় সন্দীপের বিরুদ্ধে শুক্রবার (৩০ ডিসেম্বর) থানায় অভিযোগও দায়ের করেন ওই নারী কোচ। তার দাবি, সন্দীপ তাকে মোবাইলে আপত্তিকর বার্তা পাঠিয়েছেন।
সংবাদ সম্মেলন করে ওই নারী বলেন, ‘গত ৩ থকে ৪ মাস ধরে ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংয়ের অত্যাচারে আমি বিধ্বস্ত। পঞ্চকুলার তাউ দেবীলাল কমপ্লেক্সে অনুশীলন শুরু করার পর দু’-এক বার জিমে দেখা হয়েছে। পরে ইনস্টাগ্রামে আমার সঙ্গে উনি যোগাযোগ করে বলেন স্ন্যাপচ্যাট ডাউনলোড করতে। একটি ক্লাবে দেখা করতে বলেন। পরে বলেন, আমার সার্ভিস ফর্ম পূরণ করা হয়নি। তাই তার সঙ্গে দেখা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘যখন আমি সব নথিপত্র নিয়ে তার বাড়ি যাই, তিনি আমাকে ব্যক্তিগত কেবিনে ডেকে শরীরের নানা জায়গায় হাত দেন। আমি বাধা দিলে তিনি বলেন,তুমি আমাকে খুশি করলে আমিও তোমাকে খুশিতে রাখব।’
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে সন্দীপের দাবি, ‘এটা বিরোধী দলের চক্রান্ত এবং তার ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী বলেন, আমি বরাবর বাড়ির ক্যাম্প অফিসে দেখা করি। যদি অভিযোগের বিষয়টি থাকবে, তবে কেন পুলিশ বা থানায় অভিযোগ জানানো হলো না?’
সন্দীপের এই কথার পরেই থানায় অভিযোগ জানান ওই নারী কোচ। অভিযোগ দায়ের করার একদিন পর চণ্ডিগড় পুলিশ শনিবার (৩১ ডিসেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তার বিরুদ্ধে যৌন হয়রানি এবং ভয় দেখানো এবং আটকে রাখার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এরপর মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন সন্দীপ সিং।
রোববার (১ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যমকে সন্দীপ সিং বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নৈতিকতার দায়ে আমি পদত্যাগ করছি। পরবর্তী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীই নেবেন।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.