ভারতে ধরা পড়ল নোরো-ভাইরাস আক্রান্ত

কলকাতা (ভারত) প্রতিনিধি: করোনা,মাঙ্কিপক্সের পর ভারতের কেরালায় স্কুলের শিশুদের মধ্যে ধরা পড়ল নোরো ভাইরাসে আক্রান্তের। যা কিনা অত্যন্ত স্পর্শকাতর ও করোনা থেকে কয়েকগুন বেশী সংক্রমিত।
বিশেষত শিশু ও বয়স্করা চটজলদি এই রোগে আক্রান্ত হতে পারে।
ইতিমধ্যেই কেরালার স্কুলের শিশুদের মধ্যে এই রোগ সংক্রমিত হতেই স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই সাথে চলছে আক্রান্তদের কঠোর পর্যবেক্ষণ।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন এই রোগে করোনার মতই উপসর্গ সমেত ডায়ারিয়া ও জ্বর হয়। কয়েক ঘণ্টার মধ্যেই এই রোগ অন্যদের সংক্রমিত করে।
খুব দ্রুত এই রোগের চিকিৎসা শুরু না করলে ঝুঁকিপূর্ণ থেকে যায়।
পাশাপাশি কেরলের সাথে অন্যান্য রাজ্যে যাতে ছড়িয়ে না পরে তার জন্য ইতিমধ্যেই সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।সেই সাথে করোনার বিধিসমূহ মানতে বলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.