ভারতে ধনকুবের মুকেশ আম্বানির পরিবারকে হত্যার হুমকি, গ্রেফতার-১

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তবে ঠিক কী কারণে এ হুমকি দেয়া হয়েছে তা এখনো জানা যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিহার থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, স্থানীয় পুলিশের সাহায্যে বিহারের দ্বারভাঙা জেলায় বুধবার মধ্যরাতে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
এর আগে, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে স্যার এইচএন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালে এক ব্যক্তি ফোন করে হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। ফোনে মুকেশ অম্বানিকে হত্যার হুমকি দেয়া হয়। একই সাথে হত্যার হুমকি দেয়া হয় মুকেশের স্ত্রী নীতা ও তার দুই ছেলে আকাশ ও অনন্ত অম্বানিকেও। এ সময় হাসপাতালে বোমা বিস্ফোরণের হুমকিও দেয়া হয়।
এমন ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও গত আগস্টে ওই হাসপাতালে ফোন করে মুকেশ আম্বানিকে সপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছিল। সে সময় এ অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.