বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার মুড়িগঙ্গা নদীতে একটি বাংলাদেশি জাহাজ দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যাচ্ছে। তবে জাহাজে থাকা ১২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার খুলনার জাহাজ এমভি তামজিত বাংলাদেশ থেকে ফিরে আসার পথে ডুবন্ত বালুর চরে ধাক্কা খায়। জাহাজটি উত্তর ২৪ পরগণা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে আসছিল। ধাক্কা লাগার পর জাহাজে ফাটল ধরে পানি প্রবেশ শুরু করে, যার ফলে ১২ নাবিক আটকা পড়ে যান।
স্থানীয় জেলেরা ঘটনা দেখে সাগর থানার পুলিশকে অবগত করেন। পুলিশ ও জেলেদের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।
সাগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ১২ জন নাবিকের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং সবাই সুস্থ রয়েছে, কেউ আহত হননি।
প্রাথমিকভাবে জানা গেছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় অথবা যান্ত্রিক কোনো ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। #

















