ভারতে ট্রেন দূর্ঘটনায় অর্ধশতাধিক নিহত

 

বিটিসি নিউজ ডেস্কআজ শুক্রবার ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রেল লাইনের পাশে রাবন বধের অনুষ্ঠান চলছিল। ভিড় এতটাই বেশি ছিল যে, বহু মানুষ রেল লাইনের উপর উঠে অনুষ্ঠান দেখছিল। রাবনের কুশপুত্তলিকায় আগুন দেওয়া মাত্র বাজির শব্দে কোনও আওয়াজ শোনা যাচ্ছিল না। ওই সময় ট্রেন চলে আসায় পিষে যায় অনেকে। সেখানে তখন ৭০০ মত মানুষ ছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা আইএএননএস।

অমৃতসরের পুলিশ কমিশনার এসএস শ্রীভাসতাভা বলেন, ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, আমি শোনামাত্রই ঘটনাস্থলে যায়। সরকারি, বেসরকারি সব হাসপাতাল খোলা রাখার নির্দেশ দিয়েছি। নিহতদের পরিবারের সদস্যদের পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.