ভারতে ট্রেন দুর্ঘটনা : বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্য ছাড়িয়েছে ২শ’র অধিক। এছাড়াও এখন পর্যন্ত প্রায় হাজারের কাছাকাছি আহতের খবর এছেছে।
শুক্রবার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।
এদিকে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনে যাতায়াত করেন। এই বিবেচনায় দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওড়িশার রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা যোগাযোগ রাখছে।
এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের নিচে দেওয়া হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।+ ৯১ ৯০ ৩৮৩৫ ৩৫ ৩৩ (হোয়াটস আ্যাপ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.