ভারতে ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত্য হয়ে নিহত ৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্কআজ রোববার স্থানীয় সময় ভোর ৩টা ৫২ মিনিটে ভারতের বিহারের বৈশাখী জেলায় একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতে হয়ে অন্তত সাতজন মারা গেছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের নয়টি বগি শাহাদাই বুজুর্গের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে।  ইতিমধ্যেই চিকিৎসকের দুটি দল পৌঁছে গেছেন ঘটনাস্থলে।  উদ্ধার ও ত্রাণের কাজও শুরু হয়েছে।  রেলমন্ত্রী পীযুষ গোয়েল টুইট করে একথা জানিয়েছেন।

রেল সূত্রের খবর, উচ্চগতিসম্পন্ন ট্রেনটির তিনটি বগি বেলাইন হয়ে ছিটকে উলটে যায় এবং সর্বোচ্চ গতিতে থাকায় একেবারে ধ্বংস হয়ে যায়। ভোরবেলা বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় যাত্রীদের। পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এ ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার কথা বলতে গিয়ে এক আহত যাত্রী বলেন, বীভৎস জোরে একটা আওয়াজ শুনি। তার পরেই দেখি কেউ একটা জানালা ভাঙল। আমি অন্য কিছুই আর দেখতে পাইনি, তার পর কেউ কাঁচের জানালা খুলে ফেলল। আমার ভাই-বাবাকে টেনে বের করে আনে, আর বাবা আমাকে টেনে বাইরে বের করে নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই লাইনে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.