ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবসে সারা কলকাতা জুড়ে চললো মানববন্ধন কর্মসূচি

কলকাতার প্রতিনিধি:  আজ ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবসে সারা কলকাতা জুড়ে চললো মানববন্ধন কর্মসূচি ৷ এই কর্মসূচিতে মানুষ যোগ দিয়েছে ধর্ম বর্ণ লিঙ্গ পরিধান এবং ভাষার প্রভেদ ভুলে, সকলে এক সাথে ৷
তাদের সকলেরই বক্তব্য ছিল এক ৷ সংবিধান বিরোধী অগনতান্ত্রিক এই আইনের তারা বিরোধিতা করেছে ৷ কোথাও স্লোগান এবং ব্যানারে উঠে এসেছে ” দেশ ভাগ হবে না ” এই স্লোগান ৷ সকলের প্রতিবাদের ভাষায় উঠে এসেছে একটাই বক্তব্য কখনও পোষাকের উল্লেখ করে কখনও খাদ্যের উল্লেখ করে মানুষের পরিচিতিকে প্রতিষ্ঠা করার এই যে একটা অপচেষ্টা এটা বাংলার মানুষ মানবে না ৷ মানুষে মানুষ বিভাজন তারা কিছুতেই মেনে নেবে না তাই আজকের এই হাতে হত ধরে মানব বন্ধনের কর্মসূচি পালিত হল ৷
আজ রবিবার মহানগরী কলকাতার বুকে ১১ কিমি রাস্তা জুড়ে গোলপার্ক থেকে শ্যামবাজার ১৫টি মানব বন্ধন কর্মসূচি হয়েছে ৷ এই মিছিলে পা মিলিয়েছে বিভিন্ন অন্ঞ্চল থেকে আসা মানুষ ৷ প্রতিবাদ জানিয়েছে সিএএ, এনআরসি – এর বিরুদ্ধে ৷
অন্য একটি মিছিলে পা মিলিয়েছিল কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ছাত্র ছাত্রীরা ৷ কোন দলীয় পতাকা নয়, সকলের বক্তব্য ছিল ধর্ম নিরপেক্ষতার বার্তা ৷ বঙ্গভঙ্গ রোধ করতে বিশ্বকবি রবীন্দ্রনাথ যেমন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির থেকে নাখোদা মসজিদ পর্যন্ত পদযাত্রা করেছিলেন এবং রাখীবন্ধন উৎসব পালন করেছিলেন, ঠিক তেমনই আজ এই পড়ুয়ারা নাখোদা মসজিদ থেকে শুরু করে মিছিল শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িরতে ৷ রাখীবন্ধনের মধ্যে দিয়ে সৌহার্দ্য এবং ভাতৃত্বের বার্তা দিলো তারা প্রজাতন্ত্র দিবসে ৷
পার্ক সার্কাসে সেভেন্ট পয়েন্ট ক্রসিং-এও চলেছে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে ধর্না ৷  জাতীয় কংগ্রেস নেতা শ্রী অধীর চৌধুরী আজ এই ধর্না মন্ঞ্চে যান, এনাদের পাশে দাঁড়াতে ৷ বহু দিন ধরে এই ধর্না মন্ঞ্চ থেকে প্রতিবাদ চলছে এনআরসি এবং সিএএ- এর বিরুদ্ধে ৷ রাজনৈতিক মহলে এই ধর্না মন্ঞ্চ নিয়ে চনছে নানা চাপান্তর ৷ 
আজ দিল্লির পাশাপাশি কলকাতাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে ৭১তম প্রজাতন্ত্র দিবস। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ। অংশ নেয় বিভিন্ন দফতরের ট্যাবলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ বিশিষ্ট অতিথিরা। প্যারেডে অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও।
 
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.