ভারতের ১৭তম লোকসভা নির্বাচন শেষ পর্বে , উত্তাল পশ্চিমবঙ্গ

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের শেষ পর্বে ৭ রাজ্যের ৫৯টি সংসদীয় আসনে ভোট চলছে। আজ রবিবার ৭ রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও চলছে ভোটগ্রহণ। তবে ভোট শুরুর পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা যায়, এদিকে সকালে ভোট শুরুর পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে থাকে।

খোদ কলকাতার মুদিয়ালি দেশপ্রান বীরেন্দ্রনাথ ইনস্টিটিউশনে ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখে পড়েন ওই কেন্দ্রের তৃনমূল প্রার্থী মালা রায়। দমদমে প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় এক তৃনমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন প্রিসাইডিং অফিসার।

এছাড়া কলকাতার বেলগাছিয়ার গুরুদাসপল্লীর বুথে সিপিএম এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। যার প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান সিপিএম প্রার্থী কণনীকা ঘোষ।

বসিরহাট লোকসভা কেন্দ্রের মিনাখায় বুথ জ্যামের অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গের শাসক দল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রতিবাদে স্থানীয় বিজেপির কর্মীরা রাস্তা অবরোধ শুরু করেন। কলকাতার তিলজলায় বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ ও ইটবৃষ্টি। ইটের ঘায়ে আহত হন ২ বিজেপি কর্মী।

অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। ওই কেন্দ্রে ছাপ্পা ভোট দানের অভযোগ পেয়ে যান রাহুল সিনহা। জয়নগর কেন্দ্রে ভোটারদের মুড়ি বাতাসা ও ছোলা দিয়ে প্রভাবিত করার অভিযোগ ওঠে শাসক দল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে।

বারাসত কেন্দ্রের দেগঙ্গার পিলাবাড়িয়ায় তৃনমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। চলে বোমাবাজিও। মারধোর করা হয় বিজেপি কর্মীদের।

উত্তর কলকাতার রবীন্দ্রসরণীতেও বাইকে করে দুস্কৃতীরা এসে বোমাবাজি করে পালিয়ে যায়। ভোটের সময় যতো গড়াচ্ছে, পশ্চিমবঙ্গ ততোই উত্তাল হয়ে উঠছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.