ভারতের হাসপাতালে আগুন, নিহত-৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দাউদাউ করে জ্বলছে জব্বলপুরের একটি বেসরকারি হাসপাতাল। গতকাল সোমবার (০১ আগস্ট) দুপুরে হাসপাতালটিতে আগুন লাগে। ইতিমধ্যে এই অগ্নিকাণ্ডে ৮ জনের নিহতের ঘটনা ঘটেছে।
গুরুতর আহত হয়েছেন অন্তত ৩ জন। পুলিশের প্রাথমিক ধারনা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

ভারতের হাসপাতালে আগুন

জব্বলপুরের চিফ সুপার অখিলেশ গৌর জানান, বড়সড় অগ্নিকাণ্ড ঘটেছে। হাসপাতালে ভিতরে যারা আটকে পড়েছিলেন আমরা সকলকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।” আগুনও নেভানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।
জব্বলপুরের পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুণা জানান, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পথে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।”
এদিকে মৃতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মৃতদের পরিবার-পরিজনকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.