ভারতের হরিয়ানায় খনিধসে নিহত-৪, নিখোঁজ-১২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানা রাজ্যের ভিওয়ানি জেলার খনি এলাকায় ভূমিধসে অন্তত চারজন নিহত এবং ১২ শ্রমিক নিখোঁজ হয়েছেন।বেশ কয়েকজন মাটির নিচে চাপা পড়ে আছেন বলেও খবর পাওয়া গেছে।
ভিওয়ানি জেলার তোশাম ব্লকের দাদাম খনি অঞ্চলে গতকাল শনিবার (০১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। 
এ সময় খনির কাজে ব্যবহৃত প্রায় এক ডজন যানবাহনও ধসের নিচে চাপা পড়ে। ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, খনি এলাকায় পাহাড়ের একটি বড় অংশে ফাটলের কারণে এ ভূমিধস হয়েছে।
উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলে যান হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। তবে এখন পর্যন্ত পাহাড়ধস নামার কারণ জানা যায়নি।
উল্লেখ্য, পরিবেশ দূষণের কারণে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওই এলাকায় খনির কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
গত বৃহস্পতিবারই সেই নিষেধাজ্ঞা উঠেছে। এর পর শুক্রবার থেকেই দাদাম খনি এলাকা এবং খানক পাহাড়িতে ফের লাগামছাড়া ভাবে শুরু হয় কাজ। এর জেরেই শনিবার এ দুর্ঘটনা ঘটে। (সূত্র: দি ইকোনোমিক টাইমস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.