ভারতের সঙ্গে প্রথম নৌ মহড়ায় সৌদি আরব

(ভারতের সঙ্গে প্রথম নৌ মহড়ায় সৌদি আরব–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে একটি নৌমহড়ায় অংশগ্রহণ করতে যাচ্ছে ভারত। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে এ নৌমহড়া অনুষ্ঠিত হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) নৌমহড়ার আগে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মহিদ আল কাহতানির সঙ্গে ভারতের পশ্চিমাঞ্চলীয় নৌবহরের ফ্ল্যাগ অফিসার রিয়ার অ্যাডমিরাল অজয় কোচ্চা আলোচনা করেছেন।
এর আগে গত সোমবার (০৯ আগস্ট) আল মোহেদ আল হিন্দ নামের এই মহড়ায় ভারতের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস কোচি, দুটি সি কিং-৪২ব হেলিকপ্টার আল জুবাই বন্দরে পৌঁছায়।
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে গত বছর ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করেন ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। ভারতীয় কোনো সেনাপ্রধানের দেশ দুটি সফরের এটি ছিল প্রথম ঘটনা।
জেনারেল নারাভানের সফরের পর এই বছর মার্চে সংযুক্ত আরব আমিরাতে ডেজার্ট ফ্ল্যাগ নামে যুদ্ধের মহড়ায় ভারত অংশগ্রহণ করে। এতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও বাহরাইনও অংশগ্রহণ করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.