ভারতের সঙ্গে আবারও বাণিজ্য সম্পর্ক স্থাপনের ইঙ্গিত পাক পররাষ্ট্রমন্ত্রীর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে ফের বাণিজ্যিক সম্পর্ক চালু করার বিষয়টি গুরুতরভাবে বিবেচনা করার কথা জানিয়েছে পাকিস্তান। লন্ডনে সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।’
প্রতিবেদনে বলা হয়, শনিবার বেলজিয়ামের ব্রাসেলসে নিউক্লিয়ার এনার্জি সামিটে অংশগ্রহণের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এমন ইচ্ছা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহের কথা তুলে ধরে প্রতিবেশী দেশের প্রতি কূটনৈতিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দেন। 
পাকিস্তানের পররাষ্ট্ররাষ্ট্রমন্ত্রী দেশকে অর্থনৈতিক অগ্রগতির পথে ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক অসুবিধা ও মুদ্রাস্ফীতি কমাতে একটি পাঁচ বছরের রোড ম্যাপ বাস্তবায়ন করার কথাও জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.