ভারতের মুম্বাইয়ে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস প্লান্টে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত ৩

 

ছবি: সংগৃহীত

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতের মুম্বাইয়ে রাষ্ট্রায়ত্ত একটি তেল ও প্রাকৃতিক গ্যাস প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে পাঁচ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে আহত রয়েছেন আরও তিনজন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন  (ওএনজিসি) কর্তৃপক্ষ পক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে তেল প্রক্রিয়াজাতকরণে কোনো ব্যাঘাত ঘটেনি। সেখানকার মজুদ গ্যাস ৩৩০ কিলোমিটার দূরে গুজরাটের হাজিরা এলাকার আরেকটি প্লান্টে সরিয়ে নেওয়া হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.