ভারতের মানুষ আপনাকে স্বাগত জানানোর অপেক্ষায়, কমলাকে মোদি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট। তার মা ভারতীয়।
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, মোদী হ্যারিসকে তার ঐতিহাসিক অবস্থানের জন্য অভিনন্দন জানান এবং তাকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানান। মোদি বলেন, ভারতের মানুষ আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।
হোয়াইট হাউসে মোদি ও কমলার মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ ও আফগানিস্তান ইস্যুতে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
কমলা হ্যারিসের প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে আপনার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি পর্ব ছিল। গোটা বিশ্বেই আপনি অনুপ্রেরণা। আমি নিশ্চিত যে প্রেসিডেন্ট বাইডেন ও আপনার নেতৃত্বে দুই দেশের মধ্য (ভারত ও যুক্তরাষ্ট্র) দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.