ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনা, নিহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যে এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অজ্ঞাত সংখ্যক লোক। স্থানীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ কথা জানিয়েছে।
‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, দিল্লীর আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি বুধবার গভীর রাতে আসামের কামাখ্যা জংশনে যাওয়ার সময় লাইনচ্যুত হয়।
ইস্ট সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজার তরুণ প্রকাশকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় চারজনের নিশ্চিত প্রাণহানির খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে। ট্রেনটির ২১টি বগি লাইনচ্যুত হয়েছে।
বার্তা সংস্থা এএনআইয়ের খবরেও চার জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে।
সংবাদ মাধ্যমে আহতদের হাসপাতালে নেওয়ার খবর জানানো হলেও আহতের সঠিক সংখ্যা সম্পর্কে কিছু বলা হয়নি।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তিনি অপূরণীয় এই ক্ষতির জন্য গভীর সমবেদনা জানাচ্ছেন।
বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলোর মধ্যে একটি হলো ভারতে এবং দেশটিতে বিগত বছরগুলোতে বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে ভয়ংকর দুর্ঘটনা ঘটে ১৯৮১ সালে, যখন একটি ট্রেন বিহার রাজ্যে একটি সেতু পার হওয়ার সময় লাইনচ্যুত হয় এবং একটি নদীতে পড়ে গেলে এতে ৮শ’ জন মারা যায়।
এদিকে, জুন মাসে ওড়িশা রাজ্যে একটি ট্রিপল-ট্রেন সংঘর্ষে প্রায় ৩শ’ জন প্রাণ হারিয়েছিল।
আগস্টে দক্ষিণ ভারতে এক যাত্রী চা বানানোর চেষ্টা করার সময় পার্ক করা একটি কোচে আগুন লেগে অন্তত ৯জন নিহত হন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.