ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বিটিসি নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ। নয়াদিল্লীতে চলমান রাইসিনা সংলাপে আগত বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে গতকাল বুধবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। এ সময় তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পান।

হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান।

এদিন তথ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক করে এবং এর আগে গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে সারা ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) হায়দ্রাবাদে রামুজী ফিল্ম সিটি পরিদর্শন শেষে আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারী) তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.