ভারতের পাঞ্জাবে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত ভবনটিতে এখনো আটকে রয়েছেন বহু মানুষ।

গতকাল বুধবার রাতেও উদ্ধার অভিযান চলছে। এর আগে বিকালে পাঞ্জাবের গুরদাসপুর শহরে আতশবাজি তৈরির কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘন জনবসতিপূর্ণ বাতালা এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। কারখানার আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি গাড়ির ওয়ার্কশপও রয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবে এই আবাসিক এলাকায় বেশ কয়েক বছর ধরে কারখানাটি চলছিল। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০তম জন্মতিথি উদযাপন উপলক্ষে গতকাল বুধবার ‘নগর কীর্তন’ বেরনোর কথা ছিল। তার জন্য বাজি তৈরি করে মজুত করা হচ্ছিল ওই কারখানায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে। জেলার কালেক্টর ও সিনিয়র পুলিশ সুপারিটেন্ডেন্ট উদ্ধার কাজ তদারক করছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.