ভারতের দুঃসংবাদের দিনে সুখবর পেল অস্ট্রেলিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটের মর্যাদাপূর্ণ লড়াই অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে র‌্যাঙ্কিংয়েও সুখবর পেল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ভারত ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সাদা পোশাকে শীর্ষস্থান দখলে নিয়েছে প্যাট কামিন্সরা।
এদিকে অজিদের সুখবরের দিনে দুঃসংবাদ পেয়েছে ভারত। টেস্ট র‌্যাঙ্কিংয়ে এতদিন শীর্ষস্থানে থাকা ভারত দুই ধাপ নিচে নেমে তিনে অবস্থান করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি মাসে ২-১ ব্যবধানে সিরিজ হারায় তাদের এই অবনমন।
অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড তাদের আগের জায়গাতেই আছে। চলতি মাসে তারা বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে একটি ম্যাচ হেরেছিল। তবে সেটি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারেনি। কেন উইলিয়ামসনরা আছে তালিকার দুইয়ে। চ্যাম্পিয়নদের বিপক্ষে টেস্ট সিরিজে এক ম্যাচ জিতলে র‌্যাঙ্কিংয়ে টাইগারদের কোনো পরিবর্তন হয়নি। মুমিনুল হকরা অবস্থান করছে র‌্যাঙ্কিংয়ের নবম অবস্থানে।
আইসিসি প্রকাশিত জানুয়ারি মাসের নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী দুই ধাপ এগিয়ে ১১৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। শীর্ষ স্থানে উঠে আসার পথে তারা ইংলিশদের গত অ্যাশেজ সিরিজে হারিয়েছে ৪-০ ব্যবধানে। পাঁচ ম্যাচ সিরিজের এক ম্যাচে অবশ্য ড্র তুলে নিয়ে হোয়াটওয়াশের লজ্জা থেকে পরিত্রাণ পায় জো রুটরা।
দুই দলের মর্যাদাপূর্ণ টেস্ট সিরিজটি প্রথম ম্যাচে গত ডিসেম্বরে ব্রিসবেনে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় অজিরা। এরপর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে তারা জয় পায় ২৭৫ রানের বড় ব্যবধানে। মেলবোর্নে একই মাসে তৃতীয় ম্যাচে সফরকারীদের ইনিংস ও ১৪ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে নেয় প্যাট কামিন্সরা।
তবে লজ্জার হোয়াটওয়াশ থেকে চতুর্থ ম্যাচে সিডনিতে দলকে বাঁচায় ইংলিশ বোলাররা। শেষ দিনে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ড্র তুলে নেয় স্টুয়ার্ড ব্রড-জেমস অ্যান্ডারসনরা। চলতি মাসে হোবার্টে সিরিজের শেষ টেস্টে ১৪৬ রানের বড় জয় তুলে সফরকারীদের খালি হাতে বাড়ি পাঠায় কামিন্সরা।
টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ১১৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে। শীর্ষ স্থান হারানো ভারত ১১৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। চারে থাকা ইংল্যান্ড ১০১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে। দক্ষিণ আফ্রিকা ইংলিশদের তুলনায় ২ পয়েন্ট কম নিয়ে তালিকায় পাঁচে অবস্থান করছে। ৯৩ পয়েন্ট নিয়ে ছয়ে পাকিস্তান, ৮৩ পয়েন্ট নিয়ে সাতে শ্রীলঙ্কা এবং আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৫।
এদিকে নয়ে অবস্থান করা বাংলাদেশের রেটিং পয়েন্ট মাত্র ৫৩। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে অবস্থান করছে টাইগাররা। এদিকে জিম্বাবুয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের তলানিতে ঠাঁই করে নিয়েছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.