ভারতের জলসীমায় ডুবলো বাংলাদেশী বার্জ, উদ্ধার ১২ নাবিক

ছবি: সংগৃহীত

কলকাতা প্রতিনিধি: ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফানের জেরে আজ সোমবার (২৫ মে) সকালে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার কাছে ডুবলো একটি বাংলাদেশী বার্জ।

বজবজ থেকে ফ্লাই আশ নিয়ে বার্জটি বাংলাদেশে ফিরে যাচ্ছিল। এম ভি প্রিয়াঙ্কা নামে বার্জটির তলদেশের সঙ্গে আঘাত লাগে আম্ফানে ভেঙে পড়া নামখানার ভেসেল জেটির একাংশের। হুড়মুড়িয়ে জল ঢুকতে থাকে বার্জে ।

নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নারায়ণপুর সেতুর নিচে এই ঘটনায় বিপর্যস্ত ১২ জন নাবিক জলে ঝাঁপ দিয়ে জীবন বাঁচান। ভারতীয় জল পুলিশ তাদের উদ্ধার করে। সবাই সুস্থ আছে।

তাদের নিয়ে যাওয়া হয়েছে চন্দ্রপুরের কোয়ারেন্টিন সেন্টারে।

তবে, বাংলাদেশী বার্জ এম ভি প্রিয়াঙ্কাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভারতের জলসীমায় পরপর ফ্লাই আশ ভর্তি বাংলাদেশী বার্জ ডোবায় প্রশ্ন উঠে গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.