ভারতের জবাবে সন্তুষ্ট নয় পাকিস্তান

কলকাতা (ভারত) প্রতিনিধি: গত বুধবার ভারতে সামরিক মহরার সময় ভুলবশত একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের স্থলসীমা অতিক্রান্ত করে পরে যায়। যা কিনা দু-দেশের মধ্যে নতুন করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করেছে।
বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে ভারতের সংসদে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বিবৃতি দিয়েছেন এবং একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে বলা হয় যান্ত্রিক ত্রুটির জেরেই এই ঘটনা।
কিন্তু পাকিস্তান ভারতের বিবৃতিতে একমত হতে না পেরে যাবতীয় তথ্য খারিজ করে দু-দেশের প্রতিনিধিদের নিয়ে যৌথ তদন্তের দাবি করেছে।
এপ্রসঙ্গে পাকিস্তানের  বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র ইস্যুতে তাঁদের সংসদে দেওয়া বিবৃতিতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। যে কোন সময় পরমাণু যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারত। এটা আমাদের সত্যিকারের পর্যবেক্ষণ বলে সেদেশের বিদেশমন্ত্রী জানান।
তাই আমারা চাইছি ভারতের উচিত এখনি দু-দেশের প্রতিনিধিদের নিয়ে যৌথ তদন্ত করা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.