ভারতের ছত্তিশগড়ে গোলাগুলি, ৮ মাওবাদী ও ১ সেনা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুরে জেলার আবুজমারহে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান চালিয়েছে। সেইসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত আট মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া মাওবাদীদের গুলিতে এক সেনাও নিহত হয়েছে।
রায়পুরের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, নায়ারণপুর, কাঙ্কের, দান্তেওয়াড়া ও কোন্ডাগাও জেলার রিজার্ভ গার্ড (ডিআরজি), এসটিএফ ও ৫৩তম ব্যাটেলিয়ন ফোর্সেস মাওবাদীদের বিরুদ্ধে শনিবার ভোরের দিকে অভিযানে নামে। সেইসময় যৌথবাহিনীর সঙ্গে সশস্ত্র মাওবাদী বিদ্রোহীদের মধ্যে বন্দুক লড়াই হয়।
গত ১২ জুন থেকে ডিআরজি, এসটিএফ ও ৫৩তম ব্যাটেলিয়ন ফোর্সেস মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এটি ছিল দ্বিতীয় অভিযান।
এর আগে গত মাসে ছত্তিশগড়ের বিজাপুরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলা ব্যাপক বন্দুক লড়াইয়ে অন্তত ১২ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছিল।
এছাড়া ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৯ জন এবং নারায়ণপুর জেলার আবুজমারহে অঞ্চলে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.