ভারতের উত্তর প্রদেশে ভেজাল মদ পানে নিহত ১২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গতকাল মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রামনগর এলাকায় ভেজাল মদ পানে একই পরিবারের চার জনসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৩০ জনকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক বিভাগের অনুমোদিত একটি বারের মালিক ডেভিড সিং এর কাছ থেকে দেশীয় মদ কিনে পান করেন অনেকে। এর কয়েক মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সবাই। এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এ ছাড়া দোকানটি সিলগালা করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ।
এদিকে একই পরিবারে নিহত চারজনের মধ্যে রয়েছেন ছোটেলাল ও তার তিন ছেলে রামেশ, মুকেশ ও সনু।
রামেশের স্ত্রী জানান, পরিবারের নিহতদের শেষকৃত্যের জন্য এখন আর কোনো পুরুষ বেঁচে নেই। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.