ভারতের ‘অবিজেপি’ মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করতে চান মমতা

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট করার পথে আরেকটু এগিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘অবিজেপি’ মুখ্যমন্ত্রীদের একত্রিত করতে বৈঠকের প্রস্তাব দিয়েছেন তিনি।
আজ রবিবার (২৯ আগস্ট) এসব জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, ভারতের বিজেপি সরকারের সমালোচনা করে মমতা বলেছেন, ‘দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে। আমি সব মুখ্যমন্ত্রীকে (অবিজেপি সরকারের) নিয়ে বৈঠক ডাকতে চাই।’ অবিজেপি জোট গঠনের এই উদ্যোগ নিয়ে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছে বিজেপি।
দলটির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী তো দিল্লি গেলেন। ম্যাডামের (কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী) বাড়িতে চা-ও খেলেন। এত বার বার্তা দিচ্ছেন অথচ ওর (মুখ্যমন্ত্রী) ডাকে সাড়া দিয়ে কেউ আসছেন না কেন? তার মানে কারও কাছেই ওর গ্রহণযোগ্যতা নেই।’
অবিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠকের প্রস্তাবে সমর্থন জানিয়েছে সিপিএমও। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এ দিন বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আর রাজ্যের হাতে অধিক ক্ষমতার দাবিতে অবিজেপি মুখ্যমন্ত্রীদের এই বৈঠক হতেই পারে। আমরা তো বরাবরই সে এই দাবির পক্ষে।’ #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.