ভারতীয় চিকিৎসক গবেষক দলের সদস্যদের খুলনা সফর 

খুলনা ব্যুরো: ভারতের মহারাষ্ট্রের কে ই এম হাসপাতাল রিসার্চ সেন্টারের একটি গবেষক দল আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী)   খুলনা সফরে এসেছে। পাঁচ সদস্যের এ গবেষক দলের সদস্যরা আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) পর্যন্ত নগরীর শেখপাড়াস্থ বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেস্পিরেটরি সোসাইটির(বিপিসিআরএস) প্রেসিডেন্ট ডা জি এম মনসুর হাবিবের চেম্বার অবস্থান করবেন। এদেশের পালমোনারি রিহ্যাবিলিটেশন ফর পেশেন্টস উইডথ ক্রণিক রেসিপিরেটরি ডিজিজ বিষয়ক রোগের চিকিৎসা সেবা সম্পর্কে বাস্তব জ্ঞান অন্বেষণ করে ভারতের মহারাষ্ট্রের পুনে এলাকায় গিয়ে কাজে লাগাবেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন ডাঃ বিশাল রমেশ মোর, ডাঃ হরসপ্রিত কাউর, ভিভেশ প্রকাশ পাতকী, দিকশা নরেশ সিংহ এবং অনিরুদ্ধ দীপক নাগরকার।
যুক্তরাষ্ট্রের এনআইএইচআর রেসপায়ার অর্থায়নে এডিনবার্গ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পরিচালিত ফিজিবিলিটি স্টাডি অন পালমোনারি রিচার্জ রিহ্যাবিলিটেশন ফর ক্রোনিক রেসপিরেটরী ডিজিজ প্যাশেন্ট ইন বাংলাদেশ শীর্ষক গবেষণা টিমের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এ টিমের সদস্যরা হলেন প্রফেসর ডঃ হিলারি পিনক, ডাঃ জিএম মনসুর হাবিব, ডাঃ রবার্তো রবিনোভিস, ডাঃ আফতাব উদ্দিন, ডাঃ মোঃ নাজিম উজ জামান এবং বিপিসিআরএস এর কোষাধ্যক্ষ ডাঃ এস এম আব্দুল্লাহ আল মামুন।
ভারতীয় গবেষক টিমের সদস্যরা জানান, তারা ডাঃ জি এম মনসুর হাবিব এর চেম্বারে পালমোনারি রেহাবিলিটেশন ফর ক্রোনিক রেসপিরেটরী ডিজিজের রোগীদের সেবার  বিষয়টি দেখে মুগ্ধ। এখান থেকে অর্জিত জ্ঞান তারা তাদের দেশে গিয়ে কাজে লাগানোর মধ্যদিয়ে দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগীদের সেবা দিতে পারবেন।
এসময় তাদেরকে দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগীদের পালমোনারি চিকিৎসা বিষয়ক বিভিন্ন ধারণা দেয়া হয়। পাশাপাশি পালমোনারি রিহ্যাবিলিটেশন সম্পর্কে এখনো অনেকেই অজ্ঞ থাকার বিষয়টিকে তারা মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বলেও গবেষক দলের সদস্যদের অবহিত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.