ভারতীয় সংগীতশিল্পীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বিটিসি বিনোদন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সুলতানপুরে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় সংগীতশিল্পী মল্লিকা রাজপুতের ঝলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তার রহস্যময় মৃত্যুতে হতবাক হয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
মল্লিকা রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
গায়িকা মল্লিকার মায়ের ভাষ্য, আমার মেয়ে সংগীতশিল্পী হলেও পাশাপাশি একজন ইউটিউবারও ছিলেন। মুম্বাইতেই থাকতেন তিনি। চার-পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে জনার্দনকে বিয়ে করে সংসার শুরু করেছিলেন।
তবে কেউ কেউ মল্লিকার মৃত্যুতে দাম্পত্য কলহের কথা বলছেন। ঘটনার আগের রাতে নিজ পরিবারের সঙ্গেই তর্কবিতর্ক হয়েছিল মল্লিকার। সমস্যাটি এতটাই জটিল হয়েছিল যে, সমাধানের জন্য পুলিশ আসে।
পুলিশ পারিবারিক বিষয়েও তদন্ত করছে। একই সঙ্গে জানিয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন মল্লিকা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে এ গায়িকার।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কাজ করেছেন এ সংগীতশিল্পী। তার মিউজিক অ্যালবাম ‘ইয়ারা তুঝে…’ ব্যাপক জনপ্রিয় ছিল। এ ছাড়া তিনি অনেক ওয়েব সিরিজ, ধারাবাহিক ও অ্যালবামেও কাজ করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.