ভারতীয় বংশোদ্ভূত ঋষিই হচ্ছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় বংশোদ্ভূত সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন।
এতে ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে তার আর বাধা রইল না। ফলে, এই প্রথম ব্রিটেনে একজন ব্রিটিশ এশিয়ান রাজনীতিক প্রধানমন্ত্রী হতে চলেছেন।
কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনকারী এমপি কমিটির প্রধান স্যার গ্রেম ব্রেডি নিশ্চিত করে বলেছেন, ঋষি সুনাকই হবেন দলের পরবর্তী নেতা এবং দেশটির প্রধানমন্ত্রী।
এ বছরের মাঝামাঝি মিথ্যা বলার কেলেঙ্কারিতে পড়ে বরিস জনসন প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হওয়ার পর নেতৃত্বের নির্বাচনে হেরে গিয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তাঁকে হারিয়ে যিনি দলের নেতা এবং প্রধানমন্ত্রী হন, সেই লিজ ট্রাস মাত্র দেড় মাস ক্ষমতায় থাকার পর গত সপ্তাহে পদত্যাগ করতে বাধ্য হন। এর পরপরই আবারও নেতৃত্বের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.