ভারতবর্ষ টা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি নয়

কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, “দেশের সম্পত্তি কারো ব্যক্তিগত নয় দেশের মানুষের এবং তা রক্ষা করার দায়িত্ব দেশের মানুষের”।
সম্প্রতি সংসদে মাননীয় সদস্য শ্রী বেচারাম মান্না কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন।
নবান্ন থেকে পরিষ্কার মুখ্যমন্ত্রী বলেন, দেশের সম্পত্তি যা কাউকে বেচা যাবে না,আমরা সর্বশক্তি দিয়ে তা রুখব দরকার হলে বৃহত্তর আন্দোলন করব।
সম্প্রতি কেন্দ্রীয় টিম এসেছে একশো দিনের কাজের অগ্রগতি দেখতে তা নিয়েও খোব উগরে দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন যে, গোটা দেশের মধ্যে বাংলা আবাস যোজনা এক নম্বরে, বাংলার বারি, স্কিল ডেভেলপমেন্ট, এমএসএম -তে রাজ্য এক নম্বরে। এগুলো আগে করে দেখাক। যারা কিছুই পারে না, খালি দেশ টাকে বেচে দেবার চক্রান্ত করছে, আমাদের সর্বশক্তি দিয়ে তা রুখতেই হবে।
এলআইসিআই,সরকারি ব্যাঙ্ক,বাংলার সড়ক, বিমান বন্দর, ঐতিহ্য বাহি ট্রয় ট্রেন, স্পোর্টস অথিরিটি অফ ইন্ডিয়া আরো অনেক কিছু।”এতো সহজ নয় দেশ বাসীর কাছে আপনাকে জবাব দিতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.