ভারতবর্ষের দৈনিক সংক্রমণ পঞ্চাশ শতাংশ পার

কলকাতা (ভারত) প্রতিনিধি: দেশের করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই  চলেছে। একটি বুলেটিনে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে কেরল ও মহারাষ্ট্র।
কেরলের দৈনিক সংক্রমণ প্রায় পঞ্চাশ শতাংশ, মনে করা হচ্ছে সম্প্রতি “ওনাম” ঊতসবের জন্য, এতো মানুষ রাস্তায় বেরোনো এবং পরস্পর মেলামেশার জন্য সংক্রমণ প্রবল আকার ধারণ করে যা কিনা দেশের স্বাস্থ্য দফতরকে গভীর উদ্বেগে ফেলেছে।
পাল্লা দিয়ে মহারাষ্ট্র রাজ্যের ও সংক্রমণ ঊর্ধ্ব মুখি। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দফতর আরো বলেন এখনও দ্বিতীয়ত ঢেউ থেকে আমরা বেরোতে পারিনি এবং তৃতীয়ত ঢেউ অসম্ভাবি।
আগামী দিনের উৎসব মরসুমে বিশেষ সতর্কতা না অবলম্বন করলে বিরাট বিপদ আসতে পারে। যদিও সংক্রমণ বিশেষজ্ঞ বিজ্ঞানী মি:স্বামীনাথন বিটিসি নিউজকে বলেন, বিশ্ব ধীরে ধীরে সংক্রমণের শেষ ভাগে পৌছঁবে কিন্তু বাস্তব চিত্র তা প্রতিফলিত হচ্ছে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারতপ্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.