ভারতকে ২৬০ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের প্রতিটিতেই টস জিতলেন রোহিত শর্মা এবং টস জিতেই স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান তিনি। শেষ ম্যাচেও ব্যতিক্রম হলো না। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতেই স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা।
তবে বরাবরের মতোই ইংল্যান্ডের টপ অর্ডার ব্যর্থ। ওপেনার জেসন রয় কিছুটা হাত খুলতে পারলেও জো রুট এবং জনি বেয়ারেস্টো রানের খাতাই খুলতে পারেননি। আউট হয়েছে শূন্য রানে।
মিডল অর্ডারে অধিনায়ক জস বাটলারের দৃঢ়তা সত্ত্বেও ৪৫.৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৮০ বল খেলে ৬০ রান করেন বাটলার।
ভারতীয় বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়া নেন ৪ উইকেট। ইয়ুজবেন্দ্র চাহাল নেন ৩টি, ২টি নেন মোহাম্মদ সিরাজ এবং ১ উইকেট নেন রবিন্দ্র জাদেজা।
জনি বেয়ারেস্টো এবং জো রুট আউট হয়ে যান দলীয় ১২ রানের মধ্যে। এরপর বেন স্টোকস ২৯ বল খেলে করেন ২৭ রান। আরেক ওপেনার করেন ৪১ রান।
বাটলার ৬০ রান করলেও শেষের দিকের ব্যাটাররা বেশ কয়েকটি মাঝারি মানের ইনিংস ইংল্যান্ডের স্কোরকে চ্যালেঞ্জিং পর্যায়ে নিযে যেতে সক্ষম হয়। মইন আলি করেন ৩৪ রান, লিয়াম লিভিংস্টোন করেন ২৭ রান, ডেভিড উইলি ১৮, ক্রেইগ ওভারটিন করেন ৩২ রান।
শেষ পর্যন্ত ২৫৯ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৪৬ রান করেও ইংল্যান্ডের জয় আটকাতে পারেনি ভারত। ১৪৬ রানে অলআউট হয়েছিল ভারত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.