ভারতকে গুঁড়িয়ে দিলেন লায়ন, সহজ জয় দেখছে অজিরা

বিটিসি স্পোর্টস ডেস্ক: নিজেদের পাতা ফাঁদেই পা দিল ভারত। স্পিন স্বর্গের ইন্দোরে যেন ব্যাটিংটাই ভুলে গেছেন রোহিত-কোহলিরা। সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষেই হারের পথে দলটি। যেখানে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয়েছে টিম ইন্ডিয়া। ফলে ৩ দিন হাতে রেখে মাত্র ৭৬ রানের লক্ষ্য পেল অস্ট্রেলিয়া।
ভারতের দ্বিতীয় ইনিংস ধসিয়ে দিতে একাই নেতৃত্ব দেন অজি স্পিনার নাথান লায়ন। তিনি স্বাগতিকদের ৮ উইকেট তুলে নেন।
ভারতের ইনিংসে চেতশ্বর পুজারা ছাড়া আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। এই টপঅর্ডার ১৪২ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫৯ করে লায়নেরই শিকার হন। এছাড়া শ্রেয়াস আইয়ার করেন ২৬।
লায়ন ২৩.৩ ওভারে ৬৪ রানের বিনিময়ে ৮টি উইকেট দখল করেন। ম্যাথিউ কুনামান ও মিচেল স্টার্ক একটি করে উইকেট পান।
এর আগে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রানে শেষ করা অস্ট্রেলিয়া এদিন প্রথম ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যায়। তবে তারা ৮৮ রানের লিড নেয়। পিটার হ্যান্ডসকম্ব ১৯ ও ক্যামেরন গ্রিন ২১ রানে আউট হন।
ভারতীয় বোলার রবীন্দ্র জাদেজা ৪টি এবং রবীচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব ৩টি করে উইকেট পান।
ভারত নিজেদের প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়েছিল।
৪ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.