ভাত দে’ ভাত দে’ নইলে লকডাউন তুলে নে’ এই দাবীতে রাজশাহীতে ব্যবসায়ী কর্মচারীদের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি: রাজশাহী নগরীর আরডিএ মার্কেটের সামনে লকডাউন প্রত্যাহারের দাবীতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ব্যবসায়ী-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল সাড়ে ১০ ঘটিকা থেকে কয়েক শত ব্যবসায়ী-কর্মচারী ঐক্য পরিষদ যৌথ উদ্যোগে, থালা হাতে করে ‘ভাত দে, ভাত দে, নইলে লকডাউন তুলে নে’ নয়তো গদিছেড়ে দে স্লোগানে দোকান খোলার দাবীতে বিক্ষোভ করেছেন।
স্বাস্থ্যবিধি মেনে তারা ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাখতে চান । তারা বলেন, গত ‘লকডাউনের’ সময় সরকারের দেওয়া প্রণোদনার অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউই পাননি। পেয়েছেন হাতে গোনা কয়েকজন শিল্পপতি। যদি হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কল-কারখানাগুলো সীমিত আকারে চলতে পারে, তবে তারা কেনো ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন না? তারা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রেখে আগের মত ব্যবসা করতে চান।
সমাবেশে এ সময়  নেতৃত্ব দেন অশোক কুমার ঘোষ, সভাপতি বস্ত্র মালিক সমিতি, শামীম আহমেদ সাধারণ সম্পাদক বস্ত্র মালিক সমিতি, আলহাজ্ব হারুনুর রশিদ, সভাপতি ব্যবসায়ী ঐক্য পরিষদ রাজশাহী, আলহাজ্ব ফরিদ মাহমুদ হাসান, ব্যবসায়ী ঐক্য পরিষদ রাজশাহী, হাজী তাপস, সভাপতি কোকারিজ মালিক সমিতি আর ডিএ মার্কেট, সজল, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যবসায়ী ঐক্য পরিষদ রাজশাহী, রিপন সভাপতি পাদুকা সমিতি আর ডি এ মার্কেট’সহ আরও অনেকে। এছাড়াও ব্যবসায়ী মালিক কর্মচারীদের জন্য প্রণোদনার টাকা আসলেও তা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.