ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবী রেল ক্রসিংয়ের সামনে শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে একটি পরিবহন বাসের সঙ্গে থ্রি-হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হন এবং আরও ৪ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নুরুন্নার বেগম(৫৫) সে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্ব সদরদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। ও তার মেয়ে রিমু বেগম(৩৫) ও তার শিশু সন্তান রায়হান(৩) এবং একই ঘটনায় নিহত অজ্ঞতনাম(৬৫) আরও একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিটিসি নিউজকে জানান, কুয়াকাটা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে আসা নিউ মর্ডান পরিবহন ভাঙ্গার কৈডুবী রেল ক্রসিংয়ে আসলে বিপরীত দিক ভাঙ্গা থেকে পূর্ব সদরদীর উদ্দেশ্যে ছেড়ে আসা থ্রি হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকের ভেতরে থাকা ৪ জনের লাশ উদ্ধার করি। আহত ৪ জনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করাই।
তিনি আরও জানান, বাসটিকে আটক করা হয়েছে। নিহত ১ জনের পরিচয় পাওয়া যায়নি তার পরিচয় পরিচয়ে কাজ চলছে। লাশ হাইওয়ে থানার রয়েছে আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

















