ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-৪০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই চালকসহ নিহত হয়েছেন ৩ জন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও ৪০ জন যাত্রী।
বুধবার (১৭ জুলাই) বিকালে পূর্ব সদরদী বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে গুরুতর আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজে পাঠান।
দুর্ঘটনায় নিহতেরা হলেন, শাহজালাল পরিবহনের চালক পান্নু সর্দার (৫৫) ও একই গাড়ির আরও ২ জন অজ্ঞাত যাত্রী।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম বিটিসি নিউজকে বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি পরিবহন ও বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী শাহজালাল পরিবহনের একটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার কারণে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি দুটিতে প্রায় শতাধিক যাত্রী ছিলো বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.