ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাস উল্টে নিহত-১, আহত-১৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি বাস উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ শনিবার দুপুরে মালীগ্রাম ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহন নামের একটি বাস এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভারে উঠতে গেলে দোলা পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে হানিফ পরিবহনের বাসটি উল্টে যায়। এসময় বাসের গেটে থাকা পরিবহনটির সুপার ভাইজার ঘটনাস্থলেই নিহত হন। বাসের ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম চালান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. তাহসিন জানান, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। উদ্ধার কার্যক্রম সম্পন্ন হলে বিস্তারিত জানানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.