ভাইরাস ছড়ানোর জন্য চীনকে ফল ভোগ করতে হবে : ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস যদি চীন ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে থাকে তাহলে এর জন্য তাদের ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা শুরু হওয়ার আগেই চীন শেষ করতে পারতো কিন্তু তা হয়নি এবং এখন পুরো বিশ্ব এ ভাইরাসের কারণে ভুগছে। যদি এটি ভুল হয় তাহলে ঠিক আছে। ভুলতো ভুলই। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে এমন করে অবশ্যই তাদের ফল ভোগ করতে হবে।

করোনা ছড়ানোর পর যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল উহানের ল্যাব থেকে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এদিকে চীনঘেঁষা দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধেরও ঘোষণা দিয়েছেন।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, পুরো বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ লক্ষ ৩০ হাজার ৮৫২ জন। মারা গেছেন ১ লক্ষ ৬০ হাজার ৭৫৪ জন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.