ভলিবল নেশনস লিগ : যুক্তরাষ্ট্রকে ৩-০ সেটে বিধ্বস্ত করেছে ইরান

বিটিসি স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ভলিবল সংস্থা (এফআইভিবি) আয়োজিত পুরুষদের ভলিবল নেশনস লিগে নিজেদের সপ্তম ম্যাচে আমেরিকাকে ৩-০ সেটে হারিয়েছে ইরান।
স্থানীয় সময় গত মঙ্গলবার (০৮ জুন) রাত সাড়ে ৮টায় ইতালির রিমিনিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় ইরানের জাতীয় ভলিবল দল। চলতি লিগে সাত ম্যাচের মধ্যে এটি ইরানের পঞ্চম জয়।

রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, ম্যাচে প্রথম সেটটি ২৫-১৯ পয়েন্টে জিতে নেয় ইরান। তবে দ্বিতীয় ও তৃতীয় সেটে খানিকটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে আমেরিকা। অবশ্য দুটি সেটেই ২৫-২৩ পয়েন্টে হেরে যায় দেশটি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের জন্য এই জয় গুরুত্বপূর্ণ ছিল। কেননা এর মাধ্যমে পাঁচটি জয় নিয়ে ইরান ১৫ পয়েন্ট নিয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠে গেল।

সমান সংখ্যক পয়েন্ট নিয়ে ইরানের ওপরে আছে স্লোভেনিয়া (চতুর্থ), ব্রাজিল (তৃতীয়) ও পোল্যান্ড (দ্বিতীয়)। আর ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ফ্রান্স।
মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় আমেরিকার অবস্থান দশম। বিশ্বের শীর্ষস্থানীয় ১৬টি ভলিবল টিম এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এর আগে ইরান নেদারল্যান্ড, কানাডা, ইতালি, বুলগেরিয়াকে হারিয়েছে এবং জাপান রাশিয়ার কাছে পরাজিত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.